
যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরে বৃত্তি দিচ্ছেন।
যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরে বৃত্তি দিচ্ছেন। যুক্তরাজ্যের সরকারি নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ,আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ এর অন্তর্ভুক্ত দেশের শিক্ষার্থীরা তাদের ওয়েবসাইটে প্রকাশিত বৃওির জন্য আবেদন করতে পারবে।
তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপ্তিটি বিস্তারিত বিবরণ, লিংক ও অন্যান্য সুযোগ সুবিধা শিক্ষার্থীদের কল্যাণের লক্ষ্যে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোওর পর্যায়ে বৃওির আওতায় বিদেশি শিক্ষার্থীদের পড়ার সুযোগ করে দিচ্ছে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ডেভেলপিং সল্যুশনস মাস্টার্স স্কলারশিপ নামের ওই বৃত্তির জন্য বাংলাদেশসহ আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথভুক্ত নির্ধারিত দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের সর্বশেষ তারিখ ১৭ মে।
যেসব অনুষদভুক্ত বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ দিচ্ছে–
১. প্রকৌশল অনুষদ।
২. মেডিসিন ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ।
৩. বিজ্ঞান অনুষদ।
৪. সামাজিক বিজ্ঞান অনুষদ।

এছাড়াও আরও যেসব সুযোগ-সুবিধা বৃওিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য থাকবে তার বিবরণ নিম্নে দেওয়া হলো:-
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে এই বৃত্তিতে যে সকল শিক্ষার্থী নির্বাচিত হবে তাদের টিউশন ফি পুরোপুরি বা অর্ধেক মওকুফ করা হবে।তবে তার বিস্তারিত বিবরণ ওয়েবসাইট থেকে পড়ে নিতে পারেন।
Read More-উচ্চ নম্বর পাওয়ায় কি প্রকৃত মেধাবী ?
বিশ্ববিদ্যালয়ের বৃওির জন্য আবেদনের যোগ্যতা ও অন্যান্য বিবরণ হল–
বাংলাদেশ সহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত দেশসমূহের নাগরিক হতে হব। আন্তর্জাতিক ও নতুন শিক্ষার্থী হতে হবে।বৃওির জন্য শিক্ষার্থীদের আবেদনের নিয়ম-কানুন এই বৃত্তির জন্য আবেদন করার পূর্বে প্রথমেই নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামের বিষয়গুলোতে আবেদন করে যোগ্যতা যাচাই ও ভর্তির সুযোগ পেতে হবে।
যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরে বৃত্তি দিচ্ছেন। নিম্নোক্ত লিংক থেকে ভর্তির আবেদনপ্রক্রিয়া ও তাদের দেওয়া নির্দেশিত যোগ্যতা ও শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে তা থেকে জেনে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইট টি দিয়ে দেওয়া হল।যে সকল শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে তারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাচিত নিম্নের লিংকে থেকে বৃত্তির জন্য আবেদন করতে হবে।
বৃত্তির জন্য আবেদনের সহায়তা পেতে scholarship-assistant@nottingham.ac.uk এই ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করতে হবে। বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নের লিংক থেকে পাবেন।
আবেদনের শেষ সময়: ১৭ মে ২০২৩।