June 3, 2023
মেসির মাসিক বেতন কত

মেসির মাসিক বেতন কত

মেসির মাসিক বেতন কত ? এসম্পর্কে জানতে সবারই একটু বেশি আগ্রহ বেশি দেখা যায়। তাহলে আমরা ছোট করে জানার চেষ্টা করি। আর্জেন্টিনা নাম শুনলে আমাদের মনে আসে ফুটবলে কথা। দেশটি থেকে উঠে আসছে বড় বড় তারকা ফুটবল। যারা নিজ যোগ্যতায় আজ বিশ্বের অন্যতম সর্বোচ্ছ পারিশ্রমিক প্রাপ্ত ক্রিয়াবিদ হয়ে উঠেছে লিওনেল মেসি। প্রতি দিন আয় করছে কোটি কোটি টাকা।


ফারসি ক্লাব পিএসজি বর্তমানে মেসির মাসিক বেতন ৩.৫ মার্কিন ডলার অর্থাৎ তার সাপ্তাহিক আয় ৭ লক্ষ ৩৮ হাজার ডলার। দৈনিক আয় ১ লক্ষ ৫ হাজার ডলার।প্রতি ঘন্টায় আয় ৮ হাজার ৭৯০ ডলার।বাংলাদেশি মুদ্রায় হিসাবে করলে মেসি দৈনিক আয় প্রায় ১ কোটি ৭ লক্ষ টাকা এবং ঘন্টায় আয় ৮ লক্ষ ৯৪ হাজার টাকার মতন।

মেসির মাসিক বেতন কত ? মাঠে বাইরে থেকে মেসি আয় চোখ কপালে তুলার মতন। ইনসাইডার বলছে বিজ্ঞাপন, ব্যান্ডে চুক্তি, Social মিড়িয়া থেকে প্রতি বছর বিপ্লল আয় হয় আর্জেন্টিনাই এই মহা তারকা। গত এক বছরে মাঠের বাহিরে থেকে ৫.৫ কোটি ডলার আয় করেছেন এই তারকা। যা কি নাহ টেনিস তারকা রজারফেদারর কিংবা এমবি এর সুপার স্টার লেবরন যেসুনের এর বেশি। বিশ্ব খ্যাত ব্যান্ড গুলার ভিতর adidas,বেটউজার,পেপসিকু,সুসিয়াসের সঙ্গে মোটা অংকের চক্তি আছে এই ৩৫ বছর বয়সি এই তাকরার।

Read More-পিটিশন স্বাক্ষরে কি আবারও গড়াতে পারে ফাইনাল ম্যাচ।

গত জুনে বহুজাতিক কোম্পানি হার্ডওয়াক ইন্টারন্যাশনাল এর প্রথম ক্রিয়াবিদ ব্যান্ড এম্বাসেডর হয়েছেন তিনি। sports হিসাবে মেসি সারাজীবন মোটামুটি ১১৫ কোটি ডলার আয় করেছেন। ধনিদের হিসাব সংকান্ত ওয়েবসাইট ওলদি গরিলা বলছে মেসি মোটের পরিমান ৭ কোটি ডলার। মেসি সারাজীবন প্রায় ১১৫ কোটি ডলারে বেশি আয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *