
প্রাচীন বাংলার জনপদ
প্রাচীন বাংলার জনপদ , প্রাচীনকালে এই বাংলা কতগুলো অঞ্চলে বিভক্ত ছিল। আর এই অঞ্চলগুলোকে ঐতিহাসিকরা রাষ্ট্র বা রাজ্য না বলে জনপদ হিসেবে উল্লেখ করেছেন। চতুর্থ শতক(গুপ্ত যুগ) থেকে ১৬ টি জনপদের ধারণা পাওয়া যায় তবে এর মধ্যে বাংলাদেশের অন্তর্ভুক্ত জনপদ ৬-৭ টি।
সুলতানী আমলের শাসক শামসুদ্দিন ইলিয়াস শাহ্ ১৩৫২ সালের দিকে সব জনপদ একত্রে বাংলার নাম দেন বাঙ্গালাহ্। তিনি বাংলাকে মূলক-ই-বাঙ্গালাহ্ বা বাংলাদেশ নাম দেন।
নিচে জনপদগুলোর বিস্তারিত আলোচনা করা হলো ঃ
বঙ্গঃ
বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকের একটি নির্দিষ্ট অঞ্চল নিয়ে বঙ্গের অবস্থান ছিল।বঙ্গ ছিল প্রথম স্বাধীন ও আয়তনে বৃহত্তম জনপদ। বঙ্গ বিক্রমপুর ও নাব্য এই ২ ভাগে বিভক্ত ছিল।নাব্য এলাকার রাজধানী ছিল বরিশাল।
বঙ্গের অন্তর্ভুক্ত বর্তমান জেলাসমূহঃ ঢাকা,ময়মনসিংহ,ফরিদপুর, পটুয়াখালী বরিশাল,বাকেরগঞ্জ অঞ্চল।
মনে রাখার টেকনিক ঃবঙ্গে ঢাম প,ফ,ব পড়ানো হয়।
ঢা-ঢাকা,
ম-ময়মনসিংহ
প-পটুয়াখালী
ফ-ফরিদপুর
ব-বরিশাল/বাকেরগঞ্জ
পুন্ড্রঃ
বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ হল পুন্ড্র। এর রাজধানী ছিল পুন্ড্রনগড় (মহাস্থানগড়, বগুড়া)। প্রাচীন বাংলার জনপদ , পুন্ড্রর অন্তর্ভুক্ত অঞ্চলগুলো হলঃবৃহওর বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর তথা গঙ্গা -ভাগিরথী হতে করতোয়া নদীর অঞ্চল। পুন্ড্র আর বরেন্দ্র একই অঞ্চল বিয়ে ঘটিত তাই টেকনিক বরেন্দ্রতে দেখুন।
বরেন্দ্র ঃ
এটি পূর্ণাঙ্গ জনপদ নয়।এর অঞ্চল সমূহ হল- বগুড়া, দিনাজপুর, রাজশাহী, রংপুর, নওগাঁ ইত্যাদি।
মনে রাখার টেকনিকঃ বরেন্দ্র =ব,র,ন,দ,র
ব- বগুড়া,
র-রাজশাহী,
ন- নওগাঁ,
দ-দিনাজপুর,
র- রংপুর।
গৌড়ঃ
গৌড় অঞ্চলের রাজধানী ছিল কর্ণসুবর্ণ,মুর্শিূদাবাদ এবং এটি ছিল ২য় স্বাধীন রাজ্য। এর অন্তর্ভুক্ত অঞ্চলগুলো হল-চাঁপাইনবাবঞ্জ,মুর্শিদাবাদ,মালদহ, বর্ধমান ও নদীয়া জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গে।
মনে রাখুন – মাচাঁ বনমু
মা-মালদহ,
চাঁ-চাঁপাইনবাবগঞ্জ,
ব-বর্ধমান,
ন-নদীয়া এবং
মু-মুর্শিদাবাদ।
রাঢ়ঃ
মূলত রাঢ় এবং গৌড় পশ্চিম বঙ্গে অবস্হিত।
Read More-বাঙ্গালি জাতির উদ্ভব ও বিকাশ
সমতটঃ
সমতট জনপদের রাজধানী ছিল বড় কামতা (রেহিতগিরি)। এই অঞ্চলে সর্বপ্রথম ভ্রমণ করেন চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ ৭ম শতকে। এই অঞ্চলের অন্তর্ভুক্ত অঞ্চল, কুমিল্লা ও নোয়াখালী
মনে রাখুনঃ সমকোন।
সম-সমতট,
কো-কুমিল্লা,
ন-নোয়াখালী
হরিকেলঃ
বাংলার পূর্বাঞ্জল, সিলেট, চট্রগ্রাম ও পার্বত্য অঞ্চল। এছাড়াও আরাকান, সপ্তগাঁও,চন্দ্রূ্দ্বীপ,বিক্রমপুর,কামরুপ ইত্যাদিও বিভিন্ন জনপদের উল্লেখযোগ্য নাম।