June 1, 2023
নার্সিসাস’ফুলের আশ্চর্য কাহিনি

‘নার্সিসাস’ফুলের আশ্চর্য কাহিনি, নার্সিসাস এর গল্প, নার্সিসিস্ট ফুল, নার্সিসিস্ট মানে কি, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিজঅর্ডার, গ্রিক সাহিত্য, প্রমিথিউস বাউন্ড কিসের নাম, গ্রীকদের ধর্ম, গ্রীকদের প্রধান দেবতার নাম কি,

‘নার্সিসাস’ফুলের আশ্চর্য কাহিনি: একদিন অনেক রৌদ্রের সময় নার্সিসাস একটা জলাশয়ের ধারে এল।

সে যখনই জলের দিকে তাকাল, দেখল এক অপূর্ব জলদেবতা জল থেকে তার দিকে তাকিয়ে আছে।

সে বুঝতে পারেনি যে ওই প্রতিবিম্ব তারই এবং সাথে সাথেই সে তার প্রতিবিম্বের প্রেমে পড়ে গেল

নার্সিসাস নিচু হয়ে প্রতিবিম্বকে চুমো খেতে গেল । ওই প্রতিবিম্বও তাকে একইভাবে চুমো খেতে এল ।

এটাকে পারস্পরিক সম্মতি মনে করে নার্সিসাস তার প্রতিবিম্বকে জল থেকে টেনে তোলার জন্য হাত বাড়াল।

জলে ঢেউ উঠতেই সেই অপূর্ব জলদেবতা চলে গেল । সে অস্থির হয়ে গেল।

কোথায় চলে গেল তার ভালোবাসার মানুষ? যখন জল আবার স্থির আবস্হায় ফেরত আসলো, জল দেবতাও ফিরে এল আবার।

নার্সিসাস তাকে প্রশ্ন করলো:

নার্সিসাস তাকে প্রশ্ন করলো, “কেনো? হে সুন্দররুপবান, কেনো তুমি আমার কাছে থেকে এত দূরে থাকো, কেনো আমাকে ছাড়িয়ে যাও ?

আমার চেহারা নিশ্চয়ই তোমাকে চলে যেতে বাধ্য করে না! পরীরা আমাকে ভালোবাসে। আমাকে পাওয়ার জন্য তারা ব্যাকুল।

তোমাকেও আমার প্রতি বিরক্ত দেখা যাচ্ছে না। যখন আমি আমার বাহু বাড়িয়ে দিই, তুমিও তাই করো।

তুমি আমাকে দেখে হাসো এবং আমার মতো তুমিও মাথা নেড়ে সায় দাও”। আবার হাত বাড়ালো নার্সিসাস। জলদেবতাও আবার চলে গেল।

জল ছুঁলেই জলদেবতা অদৃশ্য হয়ে যায়, এতে নার্সিসাস খুব ভয় পেয়ে গেল।সে আর জলের দিকে হাত বাড়াল না।

একদৃষ্টিতে চেয়ে থাকল তার প্রতিবিম্বের প্রতি। হতাশায় নার্সিসাস শুধু কাঁদত। যেহেতু সে কাঁদত, ইকোও তার সাথে কাঁদত।

যেহেতু সে কাঁদত, ইকোও তার সাথে কাঁদত। সে নড়াচড়া করত না, খেত না, কোন কিছু পান করত না। শুধু হতাশায় নিমজ্জিত হতে থাকল ।

নার্সিসাস’ফুলের আশ্চর্য কাহিনি

অলীক প্রেমিকের শোকে তার শরীর শুকিয়ে যেতে থাকল, তার সৌন্দর্য ম্লান হতে থাকল ।

যেসকল পরীরা তাকে ভালোবাসত তারা বারবার তাকে অনুরোধ করল সেই জলাধারের কাছ থেকে সরে আসতে। ইকোও তাদের সাথে সাথে অনুরোধ করল।

কিন্তু নার্সিসাস যেন মন্ত্রমুগ্ধের মত অটল রইল।

চিরদিনের মত সে জলাধারের পাশেই বসে থাকার ইচ্ছা দেখাল। এভাবে ভুগতে ভুগতে একসময় ইকোর মত নার্সিসাসও মৃত্যুর কোলে ঢলে পড়লো ।

ধীরে ধীরে তার শরীরও অদৃশ্য হয়ে গেল । পরীরা শোকে বিলাপ করতে থাকল

যেহেতু পরীরা বিলাপ করতে থাকল, ইকোও তাদের সাথে বিলাপ করতে থাকল।

আর মাটিতে মিশে যাওয়া নার্সিসাসের শরীর থেকেই জন্ম নিল সেই ফুল গাছ যা ‘নার্সিসাস’ ফুল নামে পরিচিত ৷ বাংলায় অবশ্য একে ‘নার্গিস’ ফুলও বলা হয় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *