March 28, 2023
ড. শিরীন শারমিন চৌধুরী

ড. শিরীন শারমিন চৌধুরী

বাংলাদেশের প্রথম নারী ২২তম_রাষ্ট্রপতি !

ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের প্রথম নারী ২২তম_রাষ্ট্রপতি! বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ ২৩ এপ্রিল শেষ হচ্ছে। সংবিধানের ১২৩ নং অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৬০ কিংবা ৯০ দিন আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ২৩ ফেব্রুয়ারির মধ্যেই নতুন রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই হিসেবে নতুন রাষ্ট্রপতি নিয়োগে বাকি আর ২২ দিন।


সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে সংসদীয় আলোচনা কমিটিতে প্রস্তাব করা হয়েছে প্রত্যাশিত নাম “ড. শিরীন শারমিন চৌধুরী”-র!
সুতরাং দেশের প্রথম নারী ও ২২ তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন ” শিরীন শারমিন চৌধুরী”- এটা নিশ্চিত বটে।

আরও পড়ুন -বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) World Trade Organization

রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত_তথ্য:

1. বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে- ২৩ এপ্রিল ২০২৩

2. টানা দ্বিতীয় মেয়াদে থাকা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি- মো. আবদুল হামিদ

3.সংবিধানের যত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী মো. আবদুল হামিদ আর রাষ্ট্রপতি হতে পারবেন না- ৫০(৩) অনুচ্ছেদ
(সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘একাধিক্রমে হোক বা না হোক, দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকতে পারবেন না।’)

4. মো. আবদুল হামিদ প্রথমবার রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন- ২৪ এপ্রিল ২০১৩ (২০তম)

5. মো. আবদুল হামিদ ২য় বার রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন- ৭ ফেব্রুয়ারি ২০১৮(২১ তম)

6. সংবিধান অনুসারে রাষ্ট্রপতির মেয়াদ- ৫ বছর

7. সংবিধানের যত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর- ৫০ নং অনুচ্ছেদ
(এ প্রসঙ্গে সংবিধানের ৫০ অনুচ্ছেদে বলা হয়েছে, একজন রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।)

8. রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কত দিন আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়- ৬০ কিংবা ৯০ দিন

9. সংবিধানের যত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী ৬০ কিংবা ৯০ দিন আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়- ১২৩ নং অনুচ্ছেদ
(রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হইলে অথবা মেয়াদ শেষ হইলে মেয়াদ সমাপ্তির তারিখের পূর্ববর্তী ৯০ থেকে ৬০ দিনের মধ্যে শূন্যপদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে।’)

10. বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনের নাম- বঙ্গভবন

11. বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ন্যুনতম বয়স- ৩৫ বছর

দেশের প্রথম নারী ২২তম_রাষ্ট্রপতি:

নাম, জন্ম ও পরিচয়:
নাম: ড.-শিরীন-শারমিন-চৌধুরী
জন্ম: ৬ অক্টোবর, ১৯৬৬, ঢাকা
স্বামী নাম: সৈয়দ ইশতিয়াক হোসেন
সন্তান: লামিসা শিরিন হোসেন
রাজনৈতিক দল: বাংলাদেশ আওয়ামী লীগ
শিক্ষা প্রতিষ্ঠান: হলি ক্রস কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, University of Essex Colchester Campus.

ড. শিরীন শারমিন চৌধুরী সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যকনিকা:-

1. বাংলাদেশের প্রথম ও একমাত্র নারী স্পীকার- শিরীন শারমিন চৌধুরী

2.বাংলাদেশের সর্ব কনিষ্ঠ স্পীকার- ড. শিরীন শারমিন চৌধুরী

3. শিরীন শারমিন চৌধুরী যত বছর বয়সে বাংলাদেশের স্পীকার নির্বাচিত হন- ৪৬ বছর বয়সে

4. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের সর্ব কনিষ্ঠ স্পীকার নির্বাচিত হন- ৩০ এপ্রিল, ২০১৩

5. বাংলাদেশের সর্ব কনিষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন- শিরীন শারমিন চৌধুরী

6. বাংলাদেশের প্রথম ও একমাত্র নারী রাষ্ট্রপতি হিসেবে দ্বায়িত্ব পেতে যাচ্ছেন- ড. শিরীন শারমিন চৌধুরী

7. শিরীন শারমিন চৌধুরী যত বছর বয়সে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন- মাত্র ৫৬ বছর বয়সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *