
টুইটার কিনলেন ইলন মাস্ক, চাকরি হারালেন পরাগ
অবশেষে ৪ হাজার ৪০০ কোটি ডলার ব্যয়ে টুইটার কিনে নিলেন টেসলার গ্রুপে নির্মাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক। একই সাথে ইলন মাস্ক নিজের অ্যাকাউন্ট এর নাম পরিবর্তন করে দিছেন টুইটার বস।
টুইটার কেনার কয়েক ঘন্টার ইলন মাস্ক হতে বার্তা পরাগ সহ আরও দুই শীর্ষ কর্মকর্তা কে ছাইাইয়ের ঘোষণা করেন। পরান আগরওয়ালে ছিলেন টুইটার এর সিইও। পরান ছিলো ভারতের নাগরিক, আর কয়েক দিন বাদে পরাগ এক বছর হতে যাচ্ছিলো টুইটার সিও হিসাবে।পরাগ ছাটাইকরায় ইলন মাস্ক কে গুনতে হবে ১১.২ মিলিয়ন মার্কিন ডলার।
ইলন মাস্ক আরও জানিয়েছেন, টুইটার গ্রহণ করলে তিনি ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করবেন । যার জেরে বিশ্বব্যাপী কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করা হয় । যদিও বৃহস্পতিবার টুইটারের সদর দফতর পরিদর্শনের সময় মাস্ক বলেন, তিনি ৭৫ শতাংশ কর্মীদের বরখাস্ত করবেন না ।
তবে ঠিক কত জনকে বরখাস্ত করা হবে, তা এখন স্পষ্টভাবে ইলন মাস্ক উল্লেখ করেননি । এরফলে বিশ্বজুড়ে টুইটারের কর্মীরা চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন।
রিপোর্ট অনুযায়ী, মনে করে হচ্ছে টুইটার ব্যবহারকারীদের উপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে । প্রসঙ্গত, টুইটারের কিছু নিয়ম- নীতি লঙ্ঘনের জন্য গত বছর কঙ্গনা রানাওয়াতের টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হয় । সেই কঙ্গনাই এলনের এই টুইটার কিনে নেওয়ার প্রশংসা করেছেন এবং তাঁর অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার আবেদন করেছেন এলনের কাছে ।
উল্লেখ্য, ২০২১ সালে কৃষক আন্দোলনের সময় সঙ্গে জড়িত এরকম কিছু টুইটার পোস্ট এই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওযার জন্য সংস্থার কাছে দাবি জানিয়েছিল কেন্দ্র । এ বছর শুরুর দিকে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশের বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল টুইটার ।