March 27, 2023
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল

এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল

এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল : এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে জনবহুল মহাদেশ। এটি ভূপৃষ্ঠের ৮৬%, ও স্থলভাগের ২৯.৪%, অংশ জুড়ে অবস্থিত। এশিয়াতে বিশ্বের ৬০%-এরও বেশি মানুষ বসবাস করেন। এশিয়াকে বৃহত্তর স্থলভাগ ইউরেশিয়ার পূর্ব অংশ হিসেবে ধরা হয়। এটি সুয়েজ খালের মাধ্যমে আফ্রিকা থেকে এবং উরাল পর্বতমালা, ককেশাস পর্বতমালা, কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইউরোপ থেকে বিচ্ছিন্ন।

এশিয়া মহাদেশ এর আয়তন ৪ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার ৪৯২ বর্গকিলোমিটার। পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এশিয়া মহাদেশ অবস্থিত। এশিয়া মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্ট (৮৮৫০ মিটার)। মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিন-পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভূ-মধ্যসাগর ও ইউরোপ মহাদেশ অবস্থিত।

পর্বতমালাও দ্বীপপুঞ্জ

এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত। দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এ মহাদেশে অবস্থিত । এগুলোকে খন্ডিত রাষ্ট্রও বলা হয়। এই মহাদেশের অন্তর্ভূক্ত জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়।


বৃহত্তম ও ক্ষুদ্রতম
এশিয়া মহাদেশের বিভিন্ন আয়তনের ৪৯ টি দেশ রয়েছে। এই ৪৯ টি দেশের মধ্যে বৃহত্তম দেশ চীন (৯৫,৬১,০০০ বর্গ কিলোমিটার) এবং মালদ্বীপ ক্ষুদ্রতম দেশ ২ে৯৮ বর্গ কিলোমিটার)। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং (৫,৯৮০ কিলোমিটার) এশিয়া মহাদেশের জনসংখ্যা ৪.৪৩৭ মিলিয়ন পেপুলেশন রেফারেন্স ব্যুরো-পিআরবি ২০১৬)

এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল


পূর্ব এশিয়ার দেশগুলোর নাম
*** পূর্ব এশিয়ার মোট দেশঃ ৬টি

মনে রাখার কৌশলঃ তালেতে চীনি দিয়ে উত্তর দক্ষিণ কোরিয়া হয়ে মঙ্গোলিয়ার দেশ জাপান এ যাবো।

1.তাইওয়ান
2.চীন
3.উত্তর কোরিয়া
4.দক্ষিণ কোরিয়া-
5.মঙ্গোলিয়া
6.জাপান

পশ্চিম এশিয়ার দেশগুলোর নাম

মনে রাখার কৌশলঃ ইসরাইল পশ্চিম এশিয়া দেশগুলোর মধ্যে একটি। অনেক দেশে এই দেশকে স্বীকৃতি দেয়নি। তার মধ্যে বাংলাদেশ একটি। তাই আমরা এই দেশকে লিস্টের মধ্যে রাখিনি।


*** পশ্চিম এশিয়ার মোট দেশঃ ১৬টি
1.আর্মেনিয়া

  1. আজারবাইজান
    3.বাহারিন
    4.ইরান
    5.ইরাক
    6.জর্ডন
    7.কুয়েত
    8.লেবানন
    9.ওমান
    10.ফিলিস্তিন
    11.কাতার
    12.সৌদি আরব
    13.সিরিয়া
    14.তুরস্ক
    15.সংযুক্ত আরব
    16.ইয়েমেন

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ

*** দক্ষিণ পূর্ব এশিয়ায় মোট দেশ রয়েছে = ১১টি মনে রাখার কৌশলঃ MTV এর FILM দেখলে BCST পাস করা যায়। এখানে, M= Malaysia, T= Thailand, V = Vietnam, F = Philippines, I = Indonesia, L = Laos, M= Myanmarc, B = Brunei,
C = Cambodia, S = Singapore, T = East Timor

1.মালেশিয়া
2.থাইল্যান্ড
3.ভিয়েতনাম
4.ফিলিপাইন
5.ইন্দোনেশিয়া
6.লাওস
7.মায়ানমার
8.ব্রুনেই
9.কম্বোডিয়া
10.সিঙ্গাপুর
11.পূর্ব তিমুর

এশিয়া মহাদেশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ –


এশিয়া মহাদেশে স্বাধীন দেশ ও জাতিসংঘভুক্ত দেশের সংখ্যা : ৪৯টি

এশিয়া মহাদেশের আয়তন – ৪ কোটি ৪৫ লক্ষ ৭৯ হাজার বর্গ কি.মি.বা ১ কোটি ৭২ লক্ষ ১২ হাজার বর্গ মাইল এশিয়া মহাদেশ থেকে আফ্রিকাকে পৃথক করেছে – লোহিত সাগর ও সুয়েজ খাল

এশিয়ার সৌদি আরব থেকে আফ্রিকার মিশরকে পৃথক করেছে – লোহিত সাগর

এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ-তিমুর-লেস্তে (২০০২)

এশিয়ার জনসংখ্যা

৪-৫৬১ বিলিয়ন
আয়তন ও জনসংখ্যায় এশিয়ার বৃহত্তম দেশ- চীন আয়তন ও জনসংখ্যায় এশিয়ার ছোট দেশ-মালদ্বীপ আয়তনে এশিয়া তথা পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ- কাজাখস্তান।


জনসংখ্যায় এশিয়া তথা পৃথিবীর সবচেয়ে বড় ইন্দোনেশিয়া মুসলিম দেশ আয়তন ও জনসংখ্যায় এশিয়া তথা পৃথিবীর ছোট মুসলিম দেশ- মালদ্বীপ
এশিয়ার বৃহত্তম দ্বীপ- বোর্নিও (কালিমাস্তান), ইন্দোনেশিয়া

পূর্ব এশিয়া

এশিয়ার অর্থনৈতিক রাজধানী- চীন, হংকং, জাপান দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এই অঞ্চলের অর্থনৈতিক ভাবে শক্তিশালী। এর মধ্যে চীন অর্থনীতিতে বিশ্বে হয়, জাপান ৩য় এবং দক্ষিণ কোরিয়া ৭ম বৃহত্তম দেশ।
এর মধ্যে চীন কমিউনিস্ট সরকার ; জাপানে সাংবিধানিকভাবে রাজতন্ত্র এবং জনগণের সার্বভেমিতের সরকার;

দক্ষিণ কোরিয়ায় গনতান্ত্রিক সরকার ; উত্তর কোরিয়ায় স্বৈরশাসক সরকার; তাইওয়ান, হংকং এবং ম্যাকাও চীনের অধীনে শায়ত্তশাসিত অঞ্চল এই অঞ্চলের প্রধান রপ্তানী পণ্য-প্রযুক্তি, মিনারেল ইলেকট্রনিক ডিভাইস গাড়ি, মেশিন, টেক্সটাইল।

Read more-রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রেমের কবিতা

পশ্চিম এশিয়া

বিশ্বের তেলখনি বলা হয় এই অঞ্চলকে ৷ গোটা বিশ্বের অর্ধেক তেল আসে এখান থেকে এছাড়াও পেট্রোলিয়াম এবং বিশ্বের ৪০% গ্যাসের মজুদ এখানে।


বিখ্যাত নদী সমূহ যথাঃ-নীলনদ, টাইগ্রিস, ইউফ্রেতিস, জর্দান নদী এখানে অবস্থিত।
মুসলিম এবং সংখ্যাগরিষ্ঠ অঞ্চল এবং রাজনৈতিকভাবে বিশ্বের সবচেয়ে উত্তাল অঞ্চল গুলোর একটি।
একমাত্র ইহুদিপ্রধান দেশ হলো -ইসরায়েল

ইরান বিশ্বের সবচেয়ে বড় শিয়া সম্প্রদায়ের দেশ এবং অন্যতম নিউক্লিয়ার অস্ত্রধারী

এশিয়া মহাদেশের মৌলিক তথ্য


পৃথিবীর মোট আয়তনের ৩০% এশিয়া এবং বিশ্বের সর্ববৃহৎ মহাদেশ।
পৃথিবীর ৬০% মানুষ বাস করে এশিয়ায়।

অর্থনৈতিকভাবে প্রথম ৫টি শক্তিধর দেশ যথাক্রমে – চীন, ভারত, জাপান, রাশিয়া, ইন্দোনেশিয়া।
নিউক্লিয়ার অস্ত্র সম্বলিত দেশসমূহ- ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইসরায়েল, তুরস্ক এশিয়া মহাদেশের সর্বোচ্চ বিন্দুঃ মাউন্ট এভারেস্ট অবস্থান-চীন-নেপাল


এশিয়া মহাদেশের সর্বনিম্ন বিন্দুঃ মৃত সাগর (জর্ডান) এশিয়া মহাদেশের বৃহত্তম উপদ্বীপ – আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ – বোর্নিও এশিয়া মহাদেশের গভীরতম হ্রদের নাম: বৈকাল হ্রদ।

এশিয়া মহাদেশের বৃহত্তম অরণ্যঃ তৈগা
এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমি- গোবি
মরুভূমি
অবস্থান-চীন- মঙ্গোলিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *