
উপমহাদেশে
উপমহাদেশে / বাংলায় ভ্রমণকারী উল্লেখযোগ্য পর্যটক /পরিব্রাজক কারা ছিলেন তাদের সম্পর্কে বিস্তারিত জানতে চান। তাহলে টপিক টি আপনার জন্যই। পরিব্রাজন হচ্ছে পর্যটক।বাংলায় অনেক বিদেশি পরিব্রাজকের আগমন ঘটেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের বিবরণ দেওয়া হলো-
১.মেগাস্হিনিসঃ
তিনি ছিলেন একজন গ্রিস পরিব্রাজক।তখনকার গ্রিক রাজা সেলিউকাস ৩০২ অব্দে তাকে দ্রুত হিসেবে রাজদরবারে পাঠান।তখনকার শাসনামল ছিল চন্দ্রগুপ্তের।
তিনি কয়েক বছর এদেশে ছিলেন এবং সমস্ত অভিজ্ঞতা ইন্ডিরা নামক গ্রন্হে উল্লেখ করেন।তিনি ছিলেন একজন ভুগোলবিদ।তবে তিনি বাংলায় আসপননি।
২.ফা-হিয়েনঃ
তিনি ছিলেন চৈনিক তীর্থযাত্রী।তিনি ভারতবর্ষে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে। ফা-হিয়েন বাংলায় ভ্রমণকারী প্রথম পর্যটক।
তিনি ৪৯৯ খ্রিস্টাব্দে চীন থেকে যাত্রা শুরু করেছিলেন এবং ১৪ বছর পর আবার চীনে ফিরে যান। তিনি ভ্রমণের অভিজ্ঞতা থেকে ৭ টি গ্রন্হ রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ফো-কুয়ো-কিং।
৩.হিউয়েন সাংঃ
তিনি ছিলেন একজন চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী।তিনি ভারত সফরে আসেন ৬৩০ খ্রিস্টাব্দে।হর্ষবর্ধনের শাসনামলে তিনি ভারতে আসেন। হিউয়েন সাং নালন্দ বিশ্ববিদ্যালয়ে অধ্যক্ষ শীলভদ্রের কাছে বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন।তার রচিত গ্রন্হ সিদ্ধি।
৪. মা হুয়ান ও গং জেনঃ
চীনা পরিব্রাজক।গিয়াসউদ্দিন আজম শাহ শাসনামলে ১৪০৬ খ্রি. চৈনিক প্রতিনিধি দলের দোভাষী হিসেবে আসেন।মা হুয়ান ৭ বার ভারত মহাসাগর অভিযানে বের হন। বাংলা সম্পর্কে তার লিখিত গ্রন্হ ইয়াই শেং লান এ পাওয়া যায়।
৫.ইবনে বতুতাঃ
তিনি ১৩০৪ খ্রি. মরক্কোয় জন্মগ্রহণ করেন। ১৩২৫ খ্রি. ২১ বছর বয়সে বিশ্ব সফরে বের হন। ১৩৩৩ খ্রি.১২ সেপ্টেম্বর সিন্ধুর পাঞ্জাবে(ভারতবর্ষে) পৌঁছান। ১৩৩৪ খ্রি. দিল্লিতে আসেন এবং ১৩৪৬ খ্রি. ৯ জুলাই ফখরুদ্দিন মোবারক শাহের রাজত্বকালে বাংলার চাটগাঁও(চট্রগাম) আসেন।
উপমহাদেশে , তার আসার উদ্দেশ্য ছিল সুফিসাধক শেখ জালালুদ্দিন বা হযরত শাহজালাল মুজারদ-ই ইয়্যামানির দর্শন লাভ।তিনি সোনারগাঁও সফর করেন ১৪ আগষ্ট ১৩৪৬ খ্রি.।বাংলানুয়ে তার লিখিত গ্রন্হ ইবনে জুযাই।
তার আরও গ্রন্হ তুহফাতুন-নুজ্জার ফি গারাইবিল আমসার ওয়া আজাইবিল আস্ফার বা কিতাবুল রেহালা বা সফরনামা। বাংলার আবহাওয়া পছন্দ না হওয়ার তিনি বাংলাকে দোযখ ই পুর নিয়ামত বা প্রাচুর্যপূর্ণ নরক বলে আখ্যা দেন।
নোটঃ কিতাবুল হিন্দ এর লেখক আল বিরুনি।পরবর্তীতে তিনি বাংলা থেকে জাভা দ্বীপে রওনা দেন।
৬.নিকট দ্যা কন্টিঃ
তিনি ছিলেন ইতালির ভেনিসের। তিনি বাংলায় অবস্হান করেন ১৪২০-১৪৪৪ খ্রি. তিনি আন্দামন দীপপুঞ্জ হয়ে বাংলায় আসেন।তার বর্ণিত সেরনোভা হলো সোনারগাঁও।