
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ICC এর নীতিবাক্য হলো ভালোর জন্য ক্রিকেট।এর পূর্বনাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স (১৯০৯–১৯৬৫) পরবর্তীতে রাখা হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স (১৯৬৫–১৯৮৯)।
সর্বশেষ ১৫ জুন ১৯০৯; ১১৩ বছর আগে এর নাম রাখা হয় । আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা।এর বর্তমান সদরদপ্তর ল সংযুক্ত আরব আমিরাত দুবাই, (২০০৫–বর্তমান)।
আইসিসির মোট সদস্য ১০৬* টি এবং এর দাপ্তরিক ভাষা ইংরেজি।
আইসিসির চেয়ারম্যান নিউজিল্যান্ড গ্রেগ বার্কলে এবং ডেপুটি চেয়ারম্যান সিঙ্গাপুরের ইমরান খাজা।
মূলত ১৯০৯ সালের ২৫ জুন ইংল্যান্ডের লর্ডসে আইসিসির প্যাত্রা শুরু হয়। ১৯০৯ এর নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। প্রতিষ্ঠাকালীন এর সদস্যভুক্ত দেশ ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
শুরুর পর্যায়ে কেবল কমনওয়েলথভূক্ত দেশসমূহকেই এর সাথে যুক্ত করা হতো। পর্যায়ক্রমে যোগ দেয়া হয় ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তান ক্রিকেট দলকে।
সময়ের প্রেক্ষাপটে ১৯৬৫ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স । তখন কেবলমাত্র টেস্টখেলুড়ে দেশগুলোই এর অন্তর্ভুক্ত সদস্য ছিল।মূলত এই ডময় থেকেই অন্য দেশকেও আইসিসি’র সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা শুরু হয়েছিল।
আরও পড়ুন-দুই বিশ্বকাপ জয়ী উরুগুয়ের জার্সিতে চার তারকা কেন?
পরবর্তীতে ১৯৮৯ সালে আবারো সংস্থার নাম পরিবর্তন করা হয়। এবার এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল’ যা অদ্যাবধি প্রচলিত রয়েছে।
আইসিসি
আইসিসি মূলত টেস্ট ক্রিকেট, একদিনের আন্তর্জাতিক এবং টুয়েন্টি২০ আন্তর্জাতিকের জন্য আম্পায়ার ও ম্যাচ পরিচালনার জন্য রেফারি নিয়োগ দেয়। এটি সংস্থার কোড অব কন্ডাক্ট মেনে চলে, যা আন্তর্জাতিক ম্যাচের পেশাদারী মান বজায় রাখতে সহযোগিতা করে।
এছাড়া আইসিসির ‘দুর্নীতি-দমন ইউনিট’ (আকসু) দুর্নীতি ও ম্যাচ-গড়াপেটার বিরুদ্ধে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে। আইসিসি সদস্যভুক্ত দেশের মাঝে অনুষ্ঠেয় দ্বিপাক্ষিক সিরিজের (সকল টেস্ট ম্যাচ) সময়সূচী নির্ধারণ করে না এমনকি দেশের ঘরোয়া ক্রিকেটও নিয়ন্ত্রণ করে না খেলাটির আইন প্রণয়নও করেনা আইসিস।
মূলত মেরিলেবোন ক্রিকেট ক্লাব খেলাটির আইন প্রণয়নকারী সংস্থা যেটি যাবতীয় আইন প্রণয়ন করে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল ২০১২ সালে আইসিসির সভাপতি হিসেবে নিউজিল্যান্ডীয় অ্যালান আইজ্যাকের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিলেন।
আইসিসির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেভ রিচার্ডসন হারুন তিনি লরগাতের জায়গাশ স্থলাভিষিক্ত হন।