May 30, 2023
ফরাসি লেখক অ্যানি অ্যারান সাহিত্য নোবেল পেলেন, সাহিত্য নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি অ্যারান, সাহিত্যে নোবেল পুরস্কার ২০২২, ২০২২ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা, সাহিত্যে নোবেল পুরস্কার ২০২১ তালিকা, নোবেল পুরস্কার ২০২২ তালিকা pdf, সাহিত্যে নোবেল বিজয়ীদের তালিকা, নোবেল পুরস্কার ২০২২ তালিকা উইকিপিডিয়া, নোবেল পুরস্কার প্রাপ্তদের তালিকা, বাংলা সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী কে, প্রথম সাহিত্যে নোবেল বিজয়ী কে,

ফরাসি লেখক অ্যানি অ্যারান সাহিত্য নোবেল পেলেন,

ফরাসি লেখক অ্যানি অ্যারান সাহিত্য নোবেল পেলেন এই তথ্য জানা ৬ অক্টোবর রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সস মাধ্যমে। অ্যানি অ্যারান কে সাহিত্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তার সাহসী ও তীক্ষ্ণ লেখার শক্তি কারনে। তিনি লিখেছিলেন ‘গেটিং লস্ট’ নামে আত্মজীবনীমূলক বইয়টি। ‘গেটিং লাস্ট ‘ নামে আত্মাজীবনীমুলক বইটির জন্য মুলত সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেছেন।

ফরাসি লেখক অ্যানি অ্যারান সাহিত্য নোবেল পেলেন এই তথ্য দিতে অ্যাকাডেমি অব সায়েন্সস আরও জানিয়ে, অ্যানি কে সাহিত্য নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার জন্য – “লিঙ্গ, ভাষা ও শ্রেনি সম্পর্কিত শক্তিশালী বৈষম্য দ্বারা চিহ্নিত একটি জীবনে ধারাবাহিক ভাবে এবং বিভিন্ন দৃষ্টিকোন থেকে পরিক্ষা করা হয়েছেন।

অ্যানি জন্ম গ্রহন করেছিলেন ১৯৪০ সালে ১ সেপ্টেম্বর নরম্যান্ডির নামক ছোট একটা শহরে। তার পরিবার দরিদ্র সীমার নিচে থাকলেও তিনি ছিলেন বেশ উচ্চাকাঙ্খী।বর্তমানে তার বয়স ৮২ বছর। তিনি ১৭ তম নারী হিসাবে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন।

ফারসি লেখক পুরস্কার হিসাবে পাবেন ১ কোটি সুইডিশ ক্রোনা।

তার লেখা প্রথম উপন্যাস, ১৯৭৪ সালে “লে আরমোয়ার বিড” প্রকাশিত হয়। কিন্তু তেমন সাড়া ফেলতে পারিনি। পরে ২০০৮ সালে প্রকাশিত “লে আনি” মাধ্যমে আন্তর্জাতিক ভাবে ব্যাপক পরিচিত লাভ করেন। এই বইটিকে ২০১৭ সালে “দ্যা ইর্য়াস” নামে ভাষান্তরিত করার হয়।

সাহিত্য নোবেল প্রথম নারী নোবেল পদক লাভ করেন, ১৯০৯ সালে। তিনি ছিলেন সুইডিশ সাহিত্যিক লেখিকা সেলমা নেগারলফ। তিনি সাহিত্য নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ” তার লেখনির মহৎ আর্দশ, সুতীব্র কল্পনাশক্তি এবং আধ্যত্মিক উপলব্ধি স্বীকৃতি স্বরুপ। ” তিনি জন্ম গ্রহন করেছিলেন ২০ নভেম্বর ১৮৫৮ সালে এবং মৃত্যু বরন করেন ১৬ মার্চ ১৯৪০ সালে।

শান্তিতে নোবেল প্রথম নারী নোবেল পদক লাভ করেন, ১৯০৫ সালে। তিনি ছিলেন অস্টিয়ার বার্থা ভন সাটানার।

অর্থনীতিতে নোবেল প্রথম নারী নোবেল পদক লাভ করেন যৌথভাবে, ২০০৯ সালে। তারা ছিলেন মার্কিন অর্থনীতিবিদ এলিনর অস্ট্রম এবং অলিভার ই, উইলিয়ামসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *